• ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুসলিম রোহিঙ্গাদের হত্যা নির্যাতন বন্ধের দাবিতে দক্ষিণ কুশিঘাটবাসীর মানববন্ধন

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৭

‘‘নিরীহ নিরস্ত্র অসহায় মুসলিম রোহিঙ্গাসহ অন্য ধর্মালম্বী মানুষকে নির্বিচারে হত্যার মাধ্যমে ইতিহাসের এক কালো অধ্যায় রচনা করেছে বিশ্বের নিকৃষ্টতম বার্মা সরকার ও তাদের বর্বর সেনা বাহিনী। হাজার হাজার রোহিঙ্গা মুসলিমদের হত্যার মাধ্যমে প্রমাণ করেছে তারা জীব হত্যা মহাপাপে বিশ্বাসী নয়। অচিরেই মুসলিমদের হত্যা নির্যাতন ও তাদের আবাসস্থল পোড়ানো বন্ধ করতে হবে’’

দক্ষিণ কুশিঘাট এলাকাবাসীর উদ্যোগে দক্ষিণ কুশিঘাট বাজারে শুক্রবার বাদ জুমআ মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধনে উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা। হুমায়ুন আহমেদ ও রুহেল আহমেদের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন দক্ষিণ কুশিঘাট জামে মসজিদের মোতায়াল্লী মবু মিয়া। বক্তব্য রাখেন, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, ২৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, কুনু মিয়া, রুহুল মিয়া,রাসেল আহমেদ, দিলাল আহমেদ,মজনু আহমেদ,জুনেদ আহমেদ,রাজন আহমেদ,সিরাজ পান্না,রানা আহমেদ,সাদি আহমেদ। মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ কুশিঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এখলাছুল আম্বিয়া,এ সময় উপস্থিত ছিলেন, ইমরান আহমেদ,মাসুক মিয়া,ইরাই মিয়া,লিটন আহমেদ,বদরুল আহমেদ, খুকন আহমেদ,রনি আহমেদ, সনি, রাহেল,রনি,মঞ্জুর আহমেদ, জুয়েল আহমেদ জয়নাল আহমেদ, সুহাগ আহমেদ, রায়হান, টিপুসহ এলাকার বিপুলসংখ্যাক ধর্মপ্রাণ মানুষ। প্রেস-বিজ্ঞপ্তি।