• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালপুরে বন্যার্তদের মাঝে ড্রিম এইড ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০১৭

সিলেট সুরমা ডেস্কঃ   জামালপুর জেলার ইসলামপুর থানার পচাবহলা গ্রামের ৬ নং ইসলামপুর সদর ইউনিয়নে বন্যার্ত শতাধিক পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ড্রিম এইড ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মুড়ি, চিড়া, গুড, স্যালাইন বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে জামালপুর জেলার ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা গ্রামে ত্রাণ বিতরণ করা হয়। বিগত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন সময় এখানে ত্রাণ নিয়ে আসে। অপেক্ষাকৃত দরিদ্র মানুষরা চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার বাসিন্দা। বন্যা তাদের সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেছে। সরকারি ভাবে এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দেয়াতে কিছুটা হলেও তাদের দুঃখ কষ্ট লাগব হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন, ড্রিম এইড ফাউন্ডেশনের সভাপতি মো: মনিরউদ্দিন, সহ-সভাপতি এস.এম মামুন, সাধারন সম্পাদক শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ মোহাম্মদ রাসেল, দপ্তর সম্পাদক মো: আবুল কালাম আজাত, কার্যকরী সদস্য মো: আতিকুর রহমান (রোকন), মো: জাকির হোসেন খন্দকার(লিটন), সদস্য হাফেজ মো: আবু সাঈদ, সাংবাদিক মহিউদ্দিন তুষার, জামালপুর জেলার ৬ নং ইসলামপুর সদর ইউনিয়নের সদস্য নিজামুদ্দিন (খোকন), ওমর ফারুক, শাহাজালাল, আলালউদ্দিন, রাব্বানী, শফিউল, জিয়ায়ূল, আবু সায়ীদ, শামীম প্রমূখ।