সিলেট সুরমা ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে গাঁজা ব্যবসায়ী তাজুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮ টায় থানার অফিসার ইনচার্জ আবুল হাসেমের নেতৃত্বে নুরপুর গ্রামের কাছুম আলীর ছেলে তাজুদ হোসেন’র বাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাজাসহ তাজুদ হোসেন(৩৩)কে গ্রেপ্তার করেন। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ১লক্ষ ৪০হাজার টাকা। এ সময় তাজুদের সঙ্গে থাকা ২জন মাদক ব্যবসায়ী রামনগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে আজির মিয়া(৫০) ও একই গ্রামের মৃত শামছুল হক’র ছেলে হেলাল আহমেদ হিলাল (৪২) পালিয়ে যায় বলে জানায় পুলিশ। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম বলেন, তাজুদ হোসেনের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪)। এবং তার সঙ্গে থাকা অন্য দুইজনকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।