• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের সহায়তায় ৫০ লাখ ডলার দেবে অস্ট্রেলিয়া

sylhetsurma.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে বাড়তে থাকা সহিংসতায় সৃষ্ট মানবিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। এছাড়া এই সংকট মোকাবেলায় ৫০ লাখ ইউএস ডলার (প্রায় ৪০ কোটি ৭৯ লাখ টাকা) সহায়তা দেবে বলে জানিয়েছে তারা।

সহায়তার এই অর্থের মাধ্যমে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন-এর মাধ্যমে বাংলাদেশে এই সাহায্য দেবে অস্ট্রেলিয়া।

এছাড়া মিয়ানমারে অবস্থান করা আক্রান্তদের কাছে পৌঁছাতে রেড ক্রসের সাথে কাজ করবে তারা। এজন্য বেসামরিক লোকজনকে রক্ষায় এবং সহায়তা কর্মীদের অবাধে প্রবেশের অনুমতি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া।

এই সংঘাতের কারণে বাংলাদেশকে বড় বোঝা বইতে হচ্ছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২ লাখ ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।