• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হামসাফার কুরতা হাউজের শুভ উদ্বোধন

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ গত রবিবার বিকেল ৩টা ৩০ মিনিটের সময় ছেলেদের বিখ্যাত ইন্ডিয়ান পোশাক ব্যান্ড “হামসাফার কুরতা হাউজ” শোরুমের শুভ উদ্বোধন হয়েছে। ইন্ডিয়া বিখ্যাত ছেলেদের এ পোষাক ব্যান্ড হামসাফার একমাত্র সিলেট শহরে প্রথম শু-রুম। জনপ্রিয় এ ব্রান্ডটি রংমহল টাওয়ারের নিচ তালায় অবস্হিত। বিখ্যাত এ শুরুম উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ঠ ব্যাবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ, সিলেট পি.ডি.বি টিকাদার সমিতির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের বড় ভাই আলহাজ্ব আফতাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, এস.এ.সুহেল আহমদ সুহেল,
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক। মোর্শেদ আহমদ রানা সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ। ও মহানগর ছাত্রলীগের নেতা হুসাইন মুহাম্মদ সাগর, কিশোর কান্তি দে, সহ আরও অনেক।
উল্লেখ্য যে, হামসাফার ব্যান্ডটিতে পাওয়া যাবে স্বল্প মূল্যে বিভিন্ন প্রকারের কাবুলি পাঞ্জাবি, পায়জামা, কটি, শেরওয়ানী, ওরনা, টাউজার এবং ছোট বাচ্ছাদের পাঞ্জাবি, শেরওয়ানী ইত্যাদি।