সিলেট সুরমা ডেস্ক : গোপালগঞ্জে যাত্রীবাহী একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৭ আগস্ট) ভোর রাত ৪টার দিকে ঢাকা থেকে পিরোজপুরগামী গোল্ড লাইন পরিবহনের একটি নৈশ কোচ ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এসময় বাসের নিচে চাপা পড়ে এক শিশুসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যায়, নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার শিশু সন্তান রাহাত মৃধা (৫) । তাদের বাড়ি পিরোজপুরের লাহুড়ি গ্রামে। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসযাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদ জানান, দ্রুত গতিতে চলা বাসটির চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়।
হতাহতের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।