• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আবদুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : গুরুতর অসুস্থ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কিংবদন্তী সংগীত শিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।   শনিবার (২৬ আগস্ট) বিকালে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক। তিনি জানান, আব্দুল জব্বারের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। তার শরীর এখন আর কোনো চিকিৎসা গ্রহণ করছে না। তার দেহের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ছে। এ অবস্থায় রোগীর কাছের মানুষজনকে যে কোনো খবর শোনার জন্য প্রস্তুত থাকতে হবে।  আব্দুল জব্বারের বড় ছেলে মিথুন বলেন, আমার বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। কোনো ভাবেই এর উন্নতি হচ্ছে না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।  এদিকে আব্দুল জব্বারের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে আইসিইউর সামনে অনেকেই এসে ভীড় করেছেন। ভীড় এবং যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি ঠেকানোর জন্য পুলিশকে ডেকে আনা হয়েছে।   হাসপাতাল সূত্রে জানাগেছে, আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।