• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশ জুড়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সদস্য নবায়ন ও সংগ্রহের কার্যক্রম চলছে : খন্দকার আব্দুল মুক্তাদির।

sylhetsurma.com
প্রকাশিত আগস্ট ৫, ২০১৭

‘‘নির্যাতন নীপিড়ন মামলা মোকদ্দমা চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ধারাবাহিক কার্যক্রমকে ব্যাহত করা যাবেনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন পূরনের জন্য জাতীয়তাবাদী দল বিএনপি আজ সু-সংগঠিত। দেশ জুড়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সদস্য নবায়ন ও সংগ্রহের কার্যক্রম চলছে। অনেক স্থানে চলমান এ কার্যক্রমকে বাধাঁগ্রস্থ করতে আ‘লীগ নেতারা তাদের লালিত বাহিনী দিয়ে হামলা গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে। তাদের এই অপ-তৎপরতা দেখে প্রতিয়মান হয়, বিএনপির জন্য আ‘লীগ সরকার কোনঠাসা হয়ে পড়েছে। আ‘লীগ নেতারা ঘুমের মধ্যেও স্বপ্নে দেখে তাদের ক্ষমতা নেই’’ শুক্রবার রাত সাড়ে ৯ টায় দক্ষিণ সুরমাস্থ সুন্দরবন কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির আওতাধীন ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সদস্য আকতার রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,২৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান জুবেদ ও ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মন্নানের পরিচালনায় ২৬ নং ওয়ার্ড’র সদস্য নবায়ন ও সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন প্রধান অতিথি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন জননেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মহাগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সিলেট মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সাবেক মহানগর বিএনপির সহ সভাপতি ও বর্তমান উপদেষ্টা মকবুল হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফজাল উদ্দিন, বানিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.এম এ হক বাবুল, মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, মহানগর বিএনপির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক সেলিম রানা,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এড.খালেদ জুবায়ের, সিলেট মহানগর বিএনপির সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ২৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্রী উজ্জ্বল রঞ্জন চন্দ, মহানগর বিএনপির সদস্য কামাল হাসান জুয়েল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, কদমতলী এলাকার সমাজসেবী ও ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খছরুজ্জামান খছরু, প্রবীণ মুরব্বী ও বিএনপি নেতা জমির মিয়া, ইছাখ মিয়া, বাবুল মিয়া, মির্জা আলী হায়দার, আখলুছ মিয়া, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোতাহির আলী মাখন,সাধারণ সম্পাদক হাজী মোঃ জুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু, ২৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক জমির আলী, ২৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাবলু হোসেন হৃদয়,রেজাউল ইসলাম রেজা,সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ,অর্থ-সম্পাদক এনাম আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাছিব,সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম- সম্পাদক ও ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মতিন, যুবদল নেতা ইছাক আহমদ, বদরুল ইসলাম, সোয়েব আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক পাঠাগার সম্পাদক আজহার অনিক, ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আবির আহমদ, সিনিয়র যুগ্ন আহবায়ক ফাহিম বক্ত শিপু,মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান ফরহাদ,সাবেক মহানগর ছাত্রদলের সদস্য ও ২৬ নং ্ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহদি হাসান সাজাই, ২৬নং ওয়ার্ড বিএনপির অর্থ-সম্পাদক কাউছার আহমদ পাপ্পু, মাসুদ, সুজন, সাকিন, সাকিল, সাবদ্দীন, সাদ্দাম মোস্তাকিম,লাবলু,টিপু,রায়হান, স্বপন, তাজু, সুজন২,মান্না, মুন্না,ছামাদ,জুয়েল, স্বপন, রফিক আহমদ,রাজু আহমদ,পাবেল আহমদ,জাকির হোসেন,সোহাগ আহমদ, রাসেল আহমদ, সামছুজ্জামান, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, সায়েম আহমদ সানী,সানোয়ার আহমদ,হেলাল,ফয়ছল রঞ্জু,কবির,সবুজ, প্রমুখ। উল্লেখ্য সোলেমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ থেকে বেশ কিছু নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন এবং সদস্য হিসেবে অর্šÍভূক্ত হন। প্রেস-বিজ্ঞপ্তি।