• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে বাসচাপায় মুক্তিযোদ্ধা নিহত

প্রকাশিত আগস্ট ১, ২০১৭

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় ওদুদ মোল্যা (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার চন্ডিবর্দিতে এই দুর্ঘটনা ঘটে। ওদুদ মোল্যার বাড়ি মুকসুদপুর উপজেলার দক্ষিণ চন্ডিবর্দি গ্রামে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. এজাজ হোসেন জানান, চন্ডিবর্দিতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে নিজের পাটক্ষেতের পাট কাটা শ্রমিকদের তদারকি করছিলেন মুক্তিযোদ্ধা ওদুদ মোল্যা। এ সময় দ্রুতগামী একটি বাস ওই মুক্তিযোদ্ধাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পরে খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।