• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ আরো বেশী উন্নয়ন প্রত্যাশা করে : সারওয়ার হোসেন

প্রকাশিত জুলাই ৩০, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জের অবহেলিত এলাকা বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরীতে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক শুভ প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেন বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের প্রত্যাশা অনুযায়ী আরো বেশী উন্নয়ন হওয়ার কথা ছিল। দেশে যেভাবে উন্নতি হয়েছে সেক্ষেত্রে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে উন্নতি না হওয়ায় অনেকের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। সবার সঙ্গে আমিও একমত পোষন করে বলতে চাই দেশ এগিয়ে গেলে আমরা কেন উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে থাকবো। তিনি কালিজুরী গ্রামের জেলেপাড়ার করুণ চিত্র দেখে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে সম্প্রদায়ের মানুষের কল্যাণে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। তাদেরকে বিশেষ সুযোগ-সুবিধা দিতে মৎস্যজীবি কার্ড দেওয়া হচ্ছে। মৎস্যজীবিদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি তাদের সন্তানগণ শিক্ষা-দীক্ষায় অগ্রসর হবে ইহা আমাদের প্রত্যাশা।
গতকাল শনিবার বেলা ২টায় মৎস্যজীবি সম্প্রদায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আখলিছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী, ২৩ শহীদ স্মৃতি সংসদের সভাপতি এম.এ ওয়াদুদ এমরুল, স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা এম.জেড আলম, আব্দুল মালিক সাপলু, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বাহার উদ্দিন, সাংবাদিক চেরাগ আলী প্রমুখ। এদিকে দুপুর ১২টায় বুধবারীবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল, বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য সায়্যিদ আহমদ সুয়েদ, বাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ, ছাত্রলীগ নেতা হালিমুর রশীদ রাপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলীম উদ্দিন, ছাত্রলীগ নেতা বাবুল মিয়া, নাজমুল আমিন শাহাদত, ইউপি সদস্য এনামুল কবির এনাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, ছাত্রনেতা জিয়াউল ইসলাম জাবেদ, দেলোয়ার হোসেন শুভ, শাহ আমজাদ লাভলু, রাহিন আহমদ, আসিফ ইমরান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব ফয়েজ আহমদ। কালিজুরীর সমাবেশে দরিদ্র জনগোষ্ঠি তাদের গোরস্থানের হেফাজতে সহায়তা চাইলে প্রধান অতিথি সারওয়ার হোসেন গোরস্থানের উন্নয়নে ১লক্ষ টাকা দানের ঘোষনা দেন। সেই সঙ্গে ত্রাণ বঞ্চিত মৎস্যজীবিদেরকে নিজ তহবিল থেকে আরোও দু’টন চাল দেয়ার প্রতিশ্র“তি দেন।