
হাওর বাধের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে হাওর উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করা হয়।
হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। পরিষদের সাধারণ সম্পাদক খালেদ মিয়ার পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্ঠা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিলেট ব্যোরো প্রধান আল আজাদ, পরিষদের সহসভাপতি এনামুল হক লিলু, শফিকুর রহমান শফিক, রওশন জলিল কোরেশী, শেখ আক্তারুজ্জামান, কামরুজ্জামান, ইউসুফ সেলু, হুমায়ুন রশিদ শাহিন, বাদল পুরকায়স্থ, নূর উদ্দিন খান, তুহিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, ওলিউর রহমান, বিজিত দাস, শহিদুল্লাহ সিদ্দিকি, কামাল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের সাথে কখনো আপস কনেনি। সধারণ মানুষের আওয়াজ শুনে হাওর বাধে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে এসেছেন। এখন তাদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক। এখন হাওরের ক্ষতিগ্রস্থ মানুষ যাতে তাদের ক্ষতি কাঠিয়ে উঠতে পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। আগামী বোরো মওসুমের জন্য কৃষকদের পর্যাপ্ত বীজ ও সারের সরবরাহেরও দাবী জানান বক্তারা। -বিজ্ঞপ্তি