জৈন্তাপুর সংবাদদাতা :
জৈন্তাপুরে প্রতিবারের ধারাবাহিকতায় এবারও ৬টি ইউনিয়ের ৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের অংশ গ্রহনের মধ্যে দিয়ে খেলা সমাপ্তি করে উপজেলা পর্যায়ে খেলার জন্য ৬টি করে ১২টি বিদ্যালয় নির্বাচিত হয়ে উপজেলা পর্যায়ে খোলার যোগ্যতা অর্জন করে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলার ফেরীঘাট সংলগ্ন ক্যাপ্টেন রশিদ ফুটবল মাঠে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেতা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০১৭ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল তালুকদার, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি কামাল আহমদ, জাতীয় শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হানিফ মোহাম্মদ, আনোয়ার হোসেন, কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল মালিক, ফারুক আজাদ, বিআরডিবি কর্মকর্তা আনোয়ারুল হক, ছাত্রনেতা পাপলু দে প্রমুখ। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু কাপে হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলে হারিয়ে চিকনাগুল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২য় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। বঙ্গমাতা কাপে খেলায় পাকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২য় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।