জৈন্তাপুর সংবাদদাতা :
সিলেটের জৈন্তাপুরে ৩দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা-২০১৭ উদ্বোধন করে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর আয়োজনে রাজকুমারী ইরাদেবী মিউজিয়াম বাড়ীতে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহমুদ এর সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ এর পরিচালনায় মেলায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ ফারুক হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডার সিরাজুল হক, সাবেক জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হানিফ মোহাম্মদ, আনোয়ার হোসেন, কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, নার্সারী মালক সমিতির সভাপতি শামিম আহমদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক গোলাম সারওয়ার বেলাল, ক্রীড়া সম্পাদক শাহজাহান কবির খান, জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম.এম. রুহেল, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, যুগ্ম সম্পাদক শোয়েব উদ্দিন, যুবনেতা সুভাষ দাস বাবলু, আলমগীর হোসেন, আনোয়ারুল হক, সেহবার হোসেন, রুপালী আক্তার, সমর মোহন ধর, রেজাউল করিম, মাহমুদা মোর্শেদ, অরুনাংশ দাশ, সারজিদা ইশরাত, নোমান আহমদ, গৌতম চন্দ্র সুত্রধর, সমর মোহন ধর, কুতুব আলী, কাইয়ুম।
মেলায় উপজেলার বিভিন্ন নার্সারী ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহন করে এবং আগামী ২৭ জুলাই বিকাল ৩টায় সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে ফলদ বৃক্ষ মেলা সমাপ্তি ঘটবে।