• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষাভ মিছিল

প্রকাশিত জুলাই ২৫, ২০১৭

মৌলভীবাজার প্রতিনিধি :
চলতি বছর দফায় দফায় বন্যায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসায় হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণা ও বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ প্রদান, রেশনিং চালু এবং বন্যা সমস্যার সমাধানে জাতীয় স্বার্থে দেশের সকল নদ-নদী, খাল-বিল পরিকল্পিতভাবে খনন করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটি। সোমবার (২৪ জুলাই) শহরের চৌমুহনাস্থ কার্যলয় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে সন্ধ্যার সময় দলীয় কার্যালয়ে এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বন্যা কবলিত এলাকার জনগণের পাশে দাড়ানো এবং বন্যা সসম্যার সমাধানের লক্ষ্যে সকল নদ-নদী, খাল-বিল পরিকল্পিতভাবে খনন করার দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪৫৩-এর সভাপতি সোহেল আহমেদ, জেলা এনডিএফ এর নেতা মৃগেন চক্রবর্তী, সদস্য তারেশ বিশ্বাস সুমন, শাহজাহান আলী, সিরাজুল ইসলাম, সুহেল আহমেদ সুবেল, শিপন বক্ত প্রমূখ।
সভা থেকে বক্তারা বন্যা দুর্গত এলাকায় নতুন ধান ঊঠার আগ পর্যন্ত চাল, ডাল, তেল, লবনসহ খাদ্যসামগ্রী বিনামূল্যে পর্যাপ্ত পরিমানে সরবরাহ, বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান, সকল ধরনের ব্যাংক ঋণ, এনজিও ঋণ, মহাজনী ঋণ মওকুফ করা, সরকারের ত্রাণ কার্যক্রমে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করা, শিক্ষার্থীদের বেতন ও ফি মওকুফ করা, জেলে কৃষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, দুর্গত এলাকার গবাদিপশুর জন্য পশুখাদ্য সরবরাহ ও পাহাড়ী ঢলে হাওর অঞ্চলে সৃষ্ট অকাল বন্যার জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদারসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।