সিলেট সুরমা ডেস্ক : সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকার চানপুরে সিমেন্টববাহী কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরন দাস (৫৫)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকের বাগবাড়ি। অপর নিহতের নাম রুহুল আমিন দোলন (১৯), তিনি সিলেট পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের ছাত্র। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়কটি অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি মোশারফ হোসেন ভূঁইয়া। তিনি জানান, লামাকাজির চানপুর এলাকায় সিলেট থেকে বিশ্বনাগামী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং অটোরিকশাটি দুমড়েমুচরে যায়। সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। ওসি জানান, হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।