জগন্নাথপুর সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলা থেকে চুরি যাওয়া ৫ টি গরু নেত্রকোনা জেলার মদন থানার কুলিহাটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় গরু চুরির দায়ে মিলন মিয়া (২৫) নামের এক গাড়ি চালককে আটক করা হয়। সে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের আবদুল জলিল ময়নার ছেলে।
জানা গেছে, গত শুক্রবার রাতে জগন্নাথপুর গ্রামের বিভিন্ন মালিকের ৫ টি গরু চুরি হয়। একটি চোরচক্র গরুগুলো কৌশলে চুরি করে ইঞ্জিন নৌকাযোগে নেত্রকোণা জেলার মদন থানা এলাকায় নিয়ে যায়। সেখানে গরুগুলো বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করতে চাইলে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে জগন্নাথপুর সদর বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়ার কাছে এমন খবর আসলে তিনি পরদিন শনিবার মদন চলে যান। সেখানে গিয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য লোকজনের সহযোগিতায় চুরি যাওয়া গরুগুলো সহ মিলন মিয়াকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করেন। অবশেষে সোমবার জগন্নাথপুর থানার এসআই গোলাম মোস্তফা মদন থানা পুলিশের কাছ থেকে জগন্নাথপুর থেকে চুরি যাওয়া ৫ টি গরুসহ আটক মিলন মিয়াকে নিয়ে আসেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে।