জগন্নাথপুর সংবাদদাতা : জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর এএসআই শাহিন আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে (২৮) আটক করেন। সে একই ইউনিয়নের লাউতলা গ্রামের আবর আলীর ছেলে।
এদিকে-রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ লিটার ছোলাই মদসহ মাদক ব্যবসায়ী শিশির রায়কে (৬০) আটক করেন। সে বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত নব নারায়ন রায়ের ছেলে।
পৃথক ঘটনায় থানায় মামলা দায়ের হয় এবং আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।