• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত, আটক ৩

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৮, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : বিয়ানীবাজার সরকারি কলেজে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। সে পৌর শহরের পন্ডিতপাড়া গ্রামের খলিল আহমদের পুত্র খালেদ আহমদ লিটু (২৫)। নিহত লিটু ছাত্রলীগ পাভেল গ্র“পের কর্মী বলে জানা গেছে। সোমবার দুপুর সোয়া ১২টায় সরকারী কলেজে ইংরেজি বিভাগের কক্ষের ভিতর এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করেছে বলে জানা গেছে।
জানা যায়, বিয়ানীবাজার সরকারী কলেজ ক্যাম্পাসে গতকাল সোমবার সকালে প্রথম বর্ষের ২ ছাত্ররে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।
ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ সূত্রে জানায়, দুপুর সোয়া ১২টার দিকে কলেজের পূর্বপাশের ভবনে নীচ তলায় ইংরেজী বিভাগের কক্ষের ভিতর হঠাৎ গুলির শব্দ শোনা যায়। স্পটে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় মেঝে পড়ে আছে লিটু, রক্তে মেঝ ভেসে যাচ্ছে। তাকে উদ্ধার করে সহযোগীরা বিয়ানীবাজার সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রহস্যবৃত এ ঘটনার তাৎক্ষনিক কারণ জানা যায়নি। নিহত লিটু খাসা পন্ডিতপাড়ার খলিল আহমদের পুত্র।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রলীগ নেতা এমদাদ, কামরান ও ফাহাদ নামের তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুরাহা করা হবে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গুলি খালেদ আহমদ লিটুর মাথায় লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
এদিকে বিয়ানীবাজার সরকারি কলেজে গতকাল সোমবার গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার ঘটনায় কলেজের অভ্যন্তরিন সকল পরীক্ষা আগামী ২২ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একই সময় কলেজের সকল পর্যায়ের পাঠদান বন্ধ থাকবে। তবে যথারীতি অফিস খোলা থাকবে এবং স্নাতক (পাশ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পরীক্ষাগুলো যথা সময়ে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিয়ানীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা ও পাঠদান ২২ জুলাই পর্যন্ত স্থগিত রাখার কলেজের সিদ্ধান্ত হয়েছে। কবে এ সময় জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীন পরীক্ষাগুলো যথাসময়ে নেয়া হবে।