• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

অসুস্থ প্রখ্যাত বাউলশিল্পী আব্দুল রহমানের শয্যাপাশে‘‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নেতৃবৃন্দ

sylhetsurma.com
প্রকাশিত জুলাই ১৩, ২০১৭

প্রখ্যাত বাউলশিল্পী আব্দুল রহমান নানা জটিল রোগে ভোগছেন। বর্তমানে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ১ নং ওয়ার্ডের ১৫ নং বেডে চিকিৎসাধিন রয়েছেন। বৃহস্পতিবার বাউলশিল্পী আব্দুল রহমানকে দেখতে হাসপাতালে যান ‘জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদ সিলেট’র নেতৃবৃন্দ। সংসদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা হাজী গুলজার আহমদ,সংসদের সাধারণ সম্পাদক ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান বাউলশিল্পী আব্দুল রহমানের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন,সংসদের সহ-সভাপতি জুয়েল আহমদ,প্রচার সম্পাদক ও ওয়েব ডেভলপার এম এ মালেক প্রমুখ। অসুস্থ বাউলশিল্পী আব্দুল রহমান তাঁর আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন। প্রেস-বিজ্ঞপ্তি।