প্রখ্যাত বাউলশিল্পী আব্দুর রহমানের সুচিকিৎসা নিশ্চিতে সিলেটের সর্বস্তরের সংস্কৃতি ও নাট্য কর্মীদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার নগরীর সারদা হল সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে প্রবীন নৃত্য শিল্পী অনিল কিষান সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে সিলেটের সর্বস্তরের সংস্কৃতি ও নাট্যকর্মী ছাড়াও সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তারা খ্যাতিমান এই বাউল শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে তাঁর সুচিকিৎসা নিশ্চিতের করণীয় নিয়ে আলোচনা করেন। াব্দুর রহমানের চিকিৎসাব্যয় নির্বাহের ব্যাপারেও আলোচনা হয়। সকলের আলোচনার প্রেক্ষিতে আব্দুর রহমানের চিকিৎসা ব্যয়ের সংস্থান ও দেখভালের জন্য একটি কমিটি গঠন করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশুকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন- আল আজাদ, লাভলী দেব, আমিনুল ইসলাম লিটন, শামীম আহমদ, বিভাস শ্যাম যাদন, রজতকান্তি গুপ্ত ও ওয়াহিদ জালাল।
উল্লেখ্য, বাউলশিল্পী আব্দুর রহমান নানা জটিল রোগে ভোগছেন। বর্তমানে তিনি সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রেস-বিজ্ঞপ্তি