দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের সারপিং গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ তিন ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত আছাদ উল্লাহর ছেলে কামাল উদ্দিন(৫০), কামাল উদ্দিনের ছেলে মনজুর আহমদ(২৭) ও মৃত আব্দুল জফুরের ছেলে আব্দুস সালাম(৪৫)। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই আহত কামাল উদ্দিন বাদী হয়ে মোগলাবাজার থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে লিখিত অভিযোগ প্রদান করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন,একই গ্রামের দুলালগংরা দীর্ঘদিন ধরে তাদেরকে হয়রানী ও নাজেহাল করে আসছেন। এরই ধারাবাহিকতায় বিবাদীরা ঘটনার সময় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জ্বিত হয়ে আচমকা কামাল উদ্দিনের বাড়ীতে হামলা ও লুটপাট চালায়। হামলাকারীরা কামাল উদ্দিনের কপালে ও ছেলে মনজুরের মাথা ও কপালে আঘাতের পাশাপাশি আব্দুস সালামের বাম হাতে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তারা জখমপ্রাপ্ত হন। হামলাকারীরা হামলা চালানোর পাশাপাশি কামাল উদ্দিনের বসতঘর থেকে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা ও দেড় লক্ষ টাকার স্বর্ণ লুঠে নেয়। এ ব্যাপারে মোগলা বাজার থানায় যোগাযোগ করা হলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও আলমপুর পুলিশ ফাঁিড়র ইনচার্জ এসআই সুজন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তিনি তদন্ত করে প্রয়োজনীয় বব্যবস্থা নেবেন। প্রেস-বিজ্ঞপ্তি