হবিগঞ্জ-৩ আসনের এমপি এ্যাডভোকেট আবু জাহির বলেছেন, বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে ভোগ্যপণ্য সামগ্রির মূল্য এখনও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। আর বর্তমান সরকার এ অবস্থা ধরে রাখতে খুবই তৎপর। তিনি বলেন, দেশের সব ক’টি জেলা সদরকে একেকটি বাণিজ্যিক নগরি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তাঁর এই লক্ষ্য থেকে আমাদের হবিগঞ্জ জেলা সদরও বঞ্চিত হবে না-ইনশাল্লাহ। তিনি সততার সাথে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার আহবান জানান। ১৭ জুলাই বিকেলে হবিগঞ্জ জেলা সদরের কালিবাড়ি রোডে ‘পাদুকালয়’ নামে বাটা সু কোম্পানির একটি বিক্রয় কেন্দ্রের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিঃ এর সিলেট বিভাগীয় হোলসেল ডিপো ম্যানেজার আবদুল মালেক তালুকদার, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোতাছিরুল ইসলাম, সহ-সভাপতি দুলাল সুত্রধর, হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন অসিম, কালিবাড়ি রোড ব্যবসায়ি সমিতির সভাপতি আহমেদ কবির আজাদ, সাধারণ সম্পাদক সুদীপ দাস রূপু ও বিশিষ্ট ব্যবসায়ি দেলওয়ার হোসেন দিলু। স্বাগত বক্তব্য রাখেন পাদুকালয়’র পরিচালক কুলদীপ দাস রাজু। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।-বিজ্ঞপ্তি