নগরির ২৫নং ওয়ার্ডের বঙ্গবীর রোডের লাউয়াইস্থ সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি)’র সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি হাজী মোতাহির আলী মাখন। এসএমসি’র সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হকের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ছালেহ আহমদ খোকন, শিক্ষক প্রতিনিধি নূর মোহাম্মদ, আবুল হোসেন, শিউলী খাতুন প্রমুখ। সভায় চলতি মাস থেকে বর্তমান সভাপতি ও সদস্য সচিবের যৌথস্বাক্ষরে বিদ্যালয়ের প্রত্যেকটি ব্যাংক একাউন্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক শ্রেণী থেকে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে হাজী মোতাহির আলী মাখন, হাজী জয়নাল আহমদ, ছালেহ আহমদ খোকন, শাহেদ আহমদ ও সেলিনা আক্তার নির্বাচিত হন। পরবর্তীতে ওই বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচিত অভিভাবক সদস্যদের প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে হাজী মোতাহির আলী মাখনকে সভাপতি পদে মনোনিত করা হয়। কিন্তু ভোটার তালিকায় ভূয়া ভোটার অন্তর্ভূক্তির অভিযোগ তুলে পরাজিতপক্ষ জেলা জজ আদালতে মামলা দায়ের করলে নির্বাচনের ফলাফল স্থগিত হয়ে যায়। পরবর্তীতে হাইকোর্ট হয়ে সর্বশেষ সুপ্রিম কোর্টের নির্দেশে (রিট মামলা নং-৩৩৩১/১৬) দীর্ঘ দেড় বছর পর নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। এ সুবাদে গত বুধবার দায়িত্বপ্রাপ্ত নতুন ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি