• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিএনপি ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৭, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন হবে না বুঝতে পেরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ নেয়ার আহবান জানিয়েছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   শুক্রবার এক ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুইজারল্যান্ড সফরে গিয়ে প্রধানমন্ত্রী বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার আহবান জানাচ্ছেন। খুব আনন্দের কথা।   আপনি মুখ থেকে আমাদেরকে অংশগ্রহণের কথা বলা এটা আগে কখনো শুনেনি, শুনালম। এতে কিছুটা আনন্দিত হয়েছি এজন্যে যে, তাহলে আপনি বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না।
সুইজারল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম এসব বলেন।
রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনাললিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (রুনেসা) উদ্যোগে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।
সংগঠনের সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক মো. মোকাম্মেল কবিরের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি রুহুল কবির রিজভী, সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে অ্যাডভোকেট নুরুজ্জামান তপন, শাহিন শওকত, মতিউর রহমান মন্টু, আমিনুল ইসলাম, রমেশ দত্ত, জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর, জিয়াউল ইসলাম জিয়া, রোজিনা আখতার ডলি, মিশতাক আহমেদ রাকী, মঞ্জুর কাদের বাবু, ফরহাদ হোসেন নিয়ন, ইউসুফ মোল্লা, মোস্তাফিজুর রহমান মুনির, ওয়াসিমুল বারী বাবুল প্রমুখ বক্তব্য দেন।
এছাড়া অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শতাধিক সাবেক নেতাকর্মী ইফতারে অংশ নেন।