• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে আজ যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত জুন ১৭, ২০১৭

স্টাফ রিপোর্টার :  ৩ দিনের সরকারি সফর শেষে সুইডেন থেকে দেশে ফেরার পথে আজ শনিবার সিলেটে যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। সিলেটে এক ঘন্টার যাত্রাবিরতিকালে প্রধানমন্ত্রীকে সিলেটের শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে স্বাগত জানাবেন।  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে সিলেটে এক ঘন্টা যাত্রাবিরতি করবেন।  এখানে সিলেট আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী।