• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের শপথ গ্রহণ ও ইফতার মাহফিল সম্পন্ন (ভিডিওসহ)

sylhetsurma.com
প্রকাশিত জুন ১২, ২০১৭

দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরের স্কলার হোমস্ একাডেমি ভবনে রোববার বিকেল ৪ টায় সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনে জয়লাভকারী নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের নব-নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানের সভাপতিত্বে ও সংগঠনের স্থায়ী উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বকস্ লিপন। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের স্থায়ী উপদেষ্টা সাংবাদিক এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুর রহমান, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা ও সাবেক ছাত্রনেতা শামীম বক্ত, ইউনিয়নের নির্বাচন কমিশনার ও উপদেষ্ঠা শামীম আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক,সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটির উপদেষ্ঠা হাকিম মিয়া,। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,একতা সামাজিক যুব সংঘ’র আহবায়ক এম এ মতিন,শাহীন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক খাজেদ আহমদ,সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ দুলাল ও সাবেক কমিটির সকল নেতৃবৃন্দসহ সিলেট জেলার সকল শাখা কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রোটারিয়ান হাজী তৌফিক বকস্ লিপন বলেন, সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়ন আজ শুধু সিলেটে নয়,সারাদেশে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠনে পরিনত হয়েছে। সিলেট জেলা মটর ওয়ার্কসপ মেকানিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন,আগামীতে এ সংগঠন তার কার্যক্রম আরো গতিশীল করবে, মেকানিক ইউনিয়নের কারণে আজ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে,এরই ধারাবাহিকতা বহমান থাকলে সিলেট তথা সারাদেশের মেকানিক ভাইদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, মেকানিকদের ঘামের বিনিময় অর্জিত বিরাট অংকের রাজস্ব সরকারের কোষাগারে জমা হয়ে থাকে,তাই মেকানিকদের কল্যাণে সরকারকে এগিয়ে আসতে হবে। শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন,নব-নির্বাচিত সভাপতি মোঃ এমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিউল্লাহ খন্দকার বিপ্লব,সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আহমদ জনি। বক্তব্যে শেষে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার আজম খান নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহন করেন, নির্বাচিত সভাপতি মো. এমাদ উদ্দিন, কার্যকরী সভাপতি মো. বাছিত আহমদ,সহ সভাপতি- সেলিম আহমদ, রতন সিংহ, দিলওয়ার হোসেন,আহসান উল্লাহ শেখ, জালাল আহমদ, সাধারণ সম্পাদক মোঃ ওয়ালি উল্লাহ খন্দকার বিপ্লব, যুগ্ম সম্পাদক বাবলু হোসেন হৃদয়, সহ সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন,পারভেজ আহমদ,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক হেলাল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. লায়েক আহমদ, আইন বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুর রকিব। প্রেস-বিজ্ঞপ্তি।