• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রমিক লীগের অনুষ্টানে পরিবহন শ্রমিকের হামলা

sylhetsurma.com
প্রকাশিত জুন ৫, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ বাস টার্মিনালে শ্রমিকলীগের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে পরিবহন শ্রমিকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এতে শ্রমিকলীগের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।  জানা যায়, বাস টার্মিনালের ভেতরে দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগ এবং মহানগরীর ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড শ্রমিকলীগের কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান ছিল আজ। এ অনুষ্ঠানে সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি ও মহানগর শাখার আহবায়ক এজাজুল হক এজাজ, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আবদুস সাত্তার, আজিজুর রহমান, মহানগর শাখার যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ টিপুসহ নেতাকর্মীরা যোগ দেন। ওই অনুষ্ঠানে পরিবহন শ্রমিকরা হামলা চালায়।   সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি ও মহানগর শাখার আহবায়ক এজাজুল হক এজাজ বলেন, ‘আমাদের অনুষ্ঠানে পরিবহন শ্রমিকরা অতর্কিতভাবে রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তন্মধ্যে মনসুর আহমদ নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’  এ ব্যাপারে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।   দক্ষিণ সুরমা থানার ওসি(অফিসার ইনচার্জ) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থল থেকে জব্দকৃত মোটর সাইকেলের মধ্যে একটি মোটর সাইকেল সাংবাদিকের থাকায় তা ছেড়ে দেওয়া হয়েছে।  অপর মোটর সাইকেল গুলো উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।  অপরদিকে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ কামাল হোসেন সরকার বলেন,তারা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌছার কারণে বড় ধরনের কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি।  উত্তেজিত শ্রমিকদের রোষানল থেকে বাচাঁতে তারা ঘটনাস্থলে থাকা মোটর সাইকেলগুলো তাদের হেফাজতে নিয়ে নেন।  বর্তমানে ফাঁড়িতে যে মোটর সাইকেলগুলো রয়েছে,সেগুলোর মধ্যে একটি হচ্ছে জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদের সভাপতি হাজী গুলজার আহমেদের।  হাজী গুলজার আহমদ জানান,তিনি তাজ মহল রেস্ট্রুরেন্টের সামনে মোটর সাইকেল রেখে নামাযে গিয়েছিলেন।  হামলার ঘটনার পর তিনি জানতে পারেন, তার মোটর সাইকেলটি ফাঁড়িতে রয়েছে।