• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে স্ত্রীর প্ররোচণায় মাকে মারপিট করার অপরাধে ছেলেকে ১ মাসের কারাদন্ড

sylhetsurma.com
প্রকাশিত মে ৩১, ২০১৭

তাহিরপুর  সংবাদদাতা :  তাহিরপুরে স্কুল শিক্ষিকা স্ত্রীর প্ররোচণায় মাকে মারপিট করার অপরাধে এক নরপশু ছেলেকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম সোমবার রাত ১১টায় ভ্রাম্যমান আদালত বসিয়ে নিজ মাকে মারপিট করার অপরাধ প্রমাণিত হওয়ায় দলিল লেখক আতিকুর রহমান শাহ কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
স্থানীয় ও তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর গ্রামের প্রয়াত শিক্ষক আবুল ফজল এর দ্বিতীয় পুত্র আতিকুর রহমান শাহ তার স্ত্রী বীরেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকা মোদাচ্ছেরা বেগম এর প্ররোচণায় বয়োবৃদ্ধা মা কমলা বেগম (৬৫) কে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করে আসছিলো। এরই সূত্রধরে সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে মা কমলা বেগম কে বেধরকভাবে মারপিট করে আতিকুর রহমান শাহ। তার বাড়ির পার্শ্ববর্তী লোকজন কমলা বেগমের আর্তচিৎকার শুনে তাকে উদ্ধার করে আহত অবস্থায় তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। সে সময় গ্রামের উত্তেজিত জনতা আতিকুর রহমান শাহকে ঘরের ভেতর আটকে রেখে তাহিরপুর থানা পুলিশে সংবাদ দেয় দেয়। সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ আতিকুর রহমান শাহ কে তার নিজ বাড়ি বীরনগ্রর গ্রাম থেকে আটক করে। মা কমলা বেগম এ নির্যাতনের প্রতিকার চেয়ে ছেলের বিরুদ্ধে থানায় হাজির হয়ে অভিযোগ করলে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর দ্রুত বিচারের জন্য আতিকুর রহমান শাহ কে ভ্রাম্যমান আদালতে পাঠিয়ে দেন। পরবর্তীতে মা কমলা বেগম ও তার বড় ভাই স্কুল শিক্ষক লুৎফুর রহমান শাহ এর সাক্ষীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সোমবার রাত ১১টায় দলিল লেখক আতিকুর রহমান শাহ কে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
সে সময় উপস্থিত উত্তেজিত জনতা নরপশু দলিল লেখক আতিকুর রহমান শাহ এর নিবন্ধন বাতিল করার দাবীও জানান।