স্টাফ রিপোর্টার :
সিলেট-ঢাকা মহাসড়কে ঢাকাগামী ইউনিক বাসের সাথে মৎস্য বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অত্যন্ত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে দক্ষিণ সুরমার লালাবাজার সংলগ্ন আলি ফিলিং স্টেশনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপার জাকির হোসেন নাটোর জেলার রাজীবপুর গ্রামের রইছ উদ্দিনের পুত্র। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, গতকাল সকাল ৭ টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী জাকিরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো ১০ জন। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর অর রশিদ জানান, সিলেট থেকে ইউনিক পরিবহন একটি বাসের সাথে সিলেটগামী একটি মাছ ভোজাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনা ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যান। এছাড়া আহত হন অন্তত ১০। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতদের গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন। আহতদের ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য শত শত যানবাহন সড়কে আটকা পড়ে। পরে প্রায় ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জেদান আল মুসা জানান, মঙ্গলবার সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সাথে সিলেটগামী একটি মাছ ভোজাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাছ ভোজাই ট্রাকের হেলপার নিহত হয়েছে এবং আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।