জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, রাজাকার-জামায়াত-জঙ্গি ও যুদ্ধাপরাধীদের সঙ্গ না ছাড়া পর্যন্ত বেগম জিয়া রাজনীতিতে খলনায়িকা হয়েই থাকবেন। তিনি বলেন, বিএনপি নির্বাচন করলেই যে রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে তারও কোন নিশ্চয়তা নেই। ইনু ২৬ মে শুক্রবার বিকেলে বগুড়া শহরের মাটিডালি এলাকায় জেলা জাসদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাসদ নেতা ইমদাদুল হক এমদাদের ছেলে মাসুক ফেরদৌসের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসদ সভাপতি বলেন,খালেদা জিয়া ক্ষমতায় থাকলে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়, আর বিরোধী দলে থাকলে মানুষ পোড়ায়। তিনি বলেন, সবাইকে নিয়ে নির্বাচনের অর্থ হচ্ছে রাজাকার-জামায়াত-আগুনসন্ত্রাসীদের রাজনীতিতে পূনর্বাসনের ব্যবস্থা করা। যারা বিএনপি-জামায়াত-খালেদাকে নির্বাচনে আনার তদবির করেন, তারা মানুষ পোড়ানোর বিচারের কথা বলেন না কেন এ প্রশ্ন উত্থাপন করে ইনু বলেন, খালেদা ক্ষমতায় থাকলেও মানুষ মারে, বিরোধী দলে থাকলে মানুষ পোড়ায়। তিনি সকল অশান্তির খলনায়িকা। বগুড়া জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মাসুক ফেরদৌসের পিতা ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইমদাদুল হক এমদাদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য আবু বক্কর, কুড়িগ্রাম জেলা জাসদের সভাপতি এডভোকেট ইমদাদুল হক ইমদাদ, নাটোর জেলা জাসদের সাধারণ সম্পাদক ডি এম রনি পারভেজ আলম, বগুড়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ববি প্রমূখ বক্তৃতা করেন।