• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

অস্ত্রসহ গ্রেফতার ৬

sylhetsurma.com
প্রকাশিত মে ২৬, ২০১৭

জগন্নাথপুর সংবাদদাতা :
জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সুনামগঞ্জ আন্ত:জেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে ওয়াহিদ আলী (৫৫), মতিন মিয়া (৫৭), ওয়াহিদ আলীর ছেলে জিয়াউর রহমান (২৮), জগন্নাথপুর পৌর এলাকার ভাঙ্গা নামক স্থানের মমশ্বর আলীর ছেলে তুরন মিয়া (৩০), দিরাই উপজেলার জগদল গ্রামের নুরুল হকের ছেলে হোসাইন কবির (৩০) ও একই গ্রামের লুৎফুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৩১)। জানা গেছে,  বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী ও এসআই সাইফুল আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল গন্ধর্বপুর গ্রামে অভিযান চালায়। প্রায় ২ ঘন্টা ব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানে একটি দেশীয় পাইপগান, ২ রাউন্ড গুলি ও ৩ টি রামদাসহ এলাকায় চিহিৃত গরুচোর হিসেবে পরিচিত আন্ত:জেলা ডাকাত দলের এ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে স্থানীয় জনগন পুলিশকে সহযোগিতা করেন।