বিশেষ প্রতিনিধি : অনলাইন লেখক অনুপ পাল নামে এক মুক্তমনা লেখকের বিরুদ্ধে সিলেট কতোয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮৮/২০১৭। গতকাল ২৩ মে ২০১৭ থানার এস আই শাহ কামাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন । আমাদের বিশেষ প্রতিনিধি কতোয়ালি থানায় এস আই শাহ কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তার সত্যতা পাওয়া যায়। থানার এস আই জানান, অনুপ পাল সহ সিলেটের আরও অনলাইন লেখকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । তিনি বলেন বাংলাদেশ সরকারের চাপে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে যারা অবস্থান করে মুক্তমনা লেখক নাম করে ধর্মের বিরুদ্ধে উস্কানি মুলক লেখালেখি করে সাম্প্রদায়িক দাঙ্গাঁ লাগানোর হীন অপচেষ্টা চলানোয় লিপ্ত তাদের অতিসত্বর আইনের আওত্বায় এনে দেশের শান্তি রক্ষায় তাদের শাস্তি নিশ্চিত করা যতো সম্ভব করতে হবে। আসামী অনুপ পাল তাদের মধ্যে একজন । সে তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে অনেক দিন যাবত ধর্মের বিরুদ্ধে এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে লেখালেখি করে আসছে । বেশ কয়েকবার বিভিন্ন পত্রিকায় তার নাম প্রকাশিত হয়েছে । এস আই এও নিশ্চিত করেন অনুপ পাল বহু বছর যাবত বিদেশে অবস্থান করছেন । এস আই আর জানান বিদেশে বসে যারা এধরনের কার্যকলাপে জড়িত তাদের অবস্থান নিশ্চিত করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে সে দিকে লক্ষ্য করে তারা কাজ করছেন ।
তাদের গ্রেফতার করার জন্য পুলিশ সাইবার সেল থেকে তাদের অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে যাতে দ্রুত তাদের অবস্থান বের করে গ্রেফতার করা সম্ভব হয়।