কারাবন্দী সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান সাজাইয়ের পরিবারের খোঁজ খবর নিতে সাজাইয়ের কদমতলী বাসভবনে উপস্থিত হয়েছিলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। রবিবার বিকেলে নেতৃবৃন্দরা সাজাইয়ের বাসায় গিয়ে তার মাকে শান্তনা দেওয়ার পাশাপাশি সাজাইয়ের মুক্তির ব্যাপারে আলাপ আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক,কবির আহমদ উজ্জ্বল,সদস্য ওয়াহিদ,শরীফ,সামছুল, রাশেদ,তাজুল, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আবু বক্কর, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য খালেদুর রহমান সানী, হোসাইন আহমদ,উপজেলা ছাত্রদল নেতা তালহা। প্রেস-বিজ্ঞপ্তি।