সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যুব সমাজের সহযোগিতা ছাড়া সুষ্ঠু সমাজ বিনির্মাণ সম্ভব নয়। আজকের যুব সমাজের মধ্যেই নিহীত আগামী দিনের নেতৃত্ব। সমাজ থেকে মাদক প্রতিরোধসহ সকল প্রকার অন্যায় অবিচার রোধে, শিক্ষা বিস্তারে যুব সমাজকে অগ্রগনী ভূমিকা পালন করতে হবে। বেকার থাকা যুবকদের হতাশায় না থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান তৈরীর জন্য তিনি যুব সমাজের প্রতি আহবান জানান। শুক্রবার (১৯ মে) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট এস এফ স্কোয়াড বাইকিং ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই আহবান জানান। আ স ম আসাদ খাঁনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী, পৃষ্ঠপোষক কুশিয়ারা মটরসের পরিচালক মাহফুজুল সাজন ও অনটেল ওয়ানের পরিচালক ফখরুল হাসান চৌধুরী। মেয়র আরিফ সবার জন্য বাসযোগ্য সিলেট নগরী গঠনে যুব সমাজের সহযোগিতা কামনা করে বলেন, স্কোয়াডের মাধ্যমে যে কোন একটি ওয়ার্ডকে বেছে নিয়ে উন্নয়নমুলক কিছু করতে চাইলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে সিলেট নগরীকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। সিলেট এস এফ স্কোয়াড বাইকিং ক্লাবের সদস্যদের সতর্কতার সহিত বাইক ব্যবহার করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুন হাসান, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, সিলেট এস এফ স্কোয়াড বাইকিং ক্লাবের পরিচালক ইমরান আহমদ হাদি, রাহিব ফাইয়াজ ও ফাহমিদ চৌধুরী, স্কোয়াড সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিম আহমদ, তাহমিম বক্স, শহিদুল হক, মামুনুর রশিদ চৌধুরী, জাহেদ আহমদ, আশরাফ, সামি, তাহমিদ, অমিত, অনুপ, ফারদিন, ছায়েম, ইমরান, পিয়াশ, তাহের, হাফিজ, লিমন, নাসিম, শাপলু, হামিদ, তোহা ও ফাহাদ। প্রেস-বিজ্ঞপ্তি