• ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

নগরী থেকে মোটরসাইকেল ও চাকুসহ আরেক ছিনতাইকারী আটক

sylhetsurma.com
প্রকাশিত মে ১৯, ২০১৭

স্টাফ রিপোর্টার : নগরীর মিরাবাজার আগপাড়া থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল ও চাকুসহ আরেক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত আড়াই টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে আটক করে।    আটককৃতের নাম- আব্দুল মতিন (২২)। সে বিশ্বনাথ থানার টেংরা গ্রামের আফজল মিয়ার পুত্র।    বর্তমানে সে বরইকান্দি এলাকার আনছার মিয়ার কলোনীর বাসিন্দা। এর আগে একই ঘটনায় বড়ইকান্দি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে মোঃ ইমরুল হোসেন সিনবাদ (২২) নামের আরো এক ছিনতাইকারীকে আটক করে আদালতে প্রেরণ করে।   পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ১৫ মে দক্ষিণ সুরমা থানার কমদতলীস্থ মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে গোলাপগঞ্জ উপজেলার জনৈক শামীম আহমদ এর সঙ্গে থাকা একটি কালো রঙের ব্যাগে রক্ষিত ৫ লাখ টাকা অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো চাকু ও অস্ত্রের ভয় দেখিয়ে মোটর সাইকেল যোগে ছিনতাই করে নিয়ে যায়।    পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাটি অবগত হওয়ার সাথে সাথে পুলিশের একটি দল ঘটনাস্থল এলাকাসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বরইকান্দি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে হবিগঞ্জের মাধবপুর থানার মিরজাহান মিয়ার পুত্র মোঃ ইমরুল হোসেন সিনবাদকে আটক করা হয়।    এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত তার পরিধেয় বস্ত্র উদ্ধার পূর্বক এবং তার দেয়া স্বীকারোক্তি মতে তার অপর সহযোগী ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটর সাইকেলসহ আব্দুল মতিনকে গত বুধবার রাত আড়াই টার দিকে আগপাড়া থেকে আটক করে।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা গেছে, উভয় আসামী অপরাপর অন্যান্য আসামীদের সহযোগিতায় ছিনতাইর শিকার শামীম আহমদ এর টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। আসামীদের দেয়া তথ্যাবলী যাচাই বাছাই পূর্বক অপরাপর আসামীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।