• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অবশেষে আইসিটি এ্যাক্টের বহুল আলোচিত ৫৭ ধারা বাতিল হচ্ছে

sylhetsurma.com
প্রকাশিত মে ১৯, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : অবশেষে আইসিটি এ্যাক্টের বহুল আলোচিত ও বিতর্কিত ৫৭ ধারা বাতিল করা হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নতুন ডিজিটাল সাইবার সিকিউরিটি আইনে সংশোধিত আকারে এই ধারা সংযুক্ত হচ্ছে। তিনি বলেন, যেহেতু নতুন আইন তৈরি হচ্ছে এবং ৫৭ ধারায় কিছু কনফিউশন রয়েছে, তাই এর প্রবিধান রাখা হচ্ছে। ৫৭ ধারায় থাকা কনফিউশন দূর করে তা নতুন আইনে সংযোজন করা হবে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জেলা জজদের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই সব তথ্য জানান।৫৭ ধারার অস্পষ্টতা দূর করে আরো পরিষ্কারভাবে নতুন আইন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা যাকে বাক স্বাধীনতার জন্য হুমকি বলেন- সে ব্যাপারে যেন কারো মনে কোন দ্বিধা দ্বন্দ্ব না থাকে, কারো মনে যেন কোন প্রশ্ন না থাকে, সে ভাবে পরিষ্কার করে নতুন আইনে সংযুক্ত করা হবে এ ৫৭ ধারা।