• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কদমতলী থেকে তীর শিলং খেলার দায়ে সামগ্রীসহ ৩ জুয়াড়ী আটক

sylhetsurma.com
প্রকাশিত মে ১৮, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : দক্ষিণ সুরমার কদমতলী থেকে তীর শিলং খেলার দায়ে সামগ্রীসহ ৩ জুয়াড়ীকে আটক করেছে মহাননগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  আটককৃতরা হচ্ছে- গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ মাইজবাগের মৃত সিপাই মাসুক মিয়ার পুত্র সুমন আহমেদ (৩০), মোগলাবাজার থানার জালালপুর সবদলপুরের মৃত আসিদ আলীর পুত্র মো: রাজা মিয়া (৩৮) ও সুনামগঞ্জের তাহিরপুর থানার আমতলী গ্রামের মো: গোলাম মোস্তফার পুত্র বর্তমানে নগরীর ঘাসিটুলা কুতুব উদ্দিনের কলোনীর বাসিন্দা হাফিজুর রহমান (৩০)। পুলিশ জানায়, বুধবার বিকেল ৪ টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকার ফেরীঘাট  কলোনীতে অবৈধ তীর শিলং জুয়া খেলার সময় উল্লেখিত ৩ জুয়াড়ীকে আটক করা হয়। দীর্ঘদিন যাবৎ কদমতলী এলাকায় অবৈধ তীর শিলং নামক জুয়া খেলা চালিয়ে আসছিল। এ সময় আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার টাকাসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে গোয়েন্দা শাখার এসআই (নি:) শশধর বিশ্বাস বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।