• ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা

sylhetsurma.com
প্রকাশিত মে ১৮, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : বালাগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।  এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারের সন্নিকটে একটি রাস্তা ও পুকুর পার সংলগ্ন স্থান থেকে তার লাশউদ্ধার করে বালাগঞ্জ থানার পুলিশ। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  ধর্ষণের শিকার নিহত গৃহবধূর সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী বালাগঞ্জ থানার এসআই সাদিকুর রহমান জানান, নিহত গৃহবধূর নাক, মুখ ও গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে- পরিকল্পিত ভাবে মঙ্গলবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীরা তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায়। ধর্ষণের শিকার নিহত গৃহবধূর নাম সাফিয়া বেগম (২৭)। সে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গোয়াসপুর লামাপাড়া গ্রামের খাছিম উল্লার মেয়ে এবং কলুমা গ্রামের পংকি মিয়ার স্ত্রী। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে বুধবার বিকেলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) কবির আহমেদ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  নিহত সাফিয়ার পিতা খাছিম উল্লাহ জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে চার সন্তানের জননী সাফিয়া বেগম তার ৭ মাস বয়সি দুই যমজ শিশুর খাবার আনতে স্থানীয় জনকল্যাণ বাজারে যায়।  রাতে সাফিয়া বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান মিলেনি।   বুধবার সকাল ১১দিকে জনকল্যাণ বাজার এবং আমাদের বাড়ীতে আসার রাস্তার মধ্যখানে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। যারা পশুর মত নির্মম ভাবে আমার মেয়েকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।