• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ফেইসবুকে অনিয়মের মন্তব্য করায় দক্ষিণ সুনামগঞ্জে ইউপি সদস্যকে মারপিট

sylhetsurma.com
প্রকাশিত মে ১৭, ২০১৭

দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইউপি সদস্য রনজিৎ সূত্রধর (৩০)কে মারপিট করে গুরুতর আহত করেছে একটি প্রভাবশালী চক্র। আহত ইউপি সদস্য রনজিৎ সূত্রধর শত্র“মর্দন গ্রামের অদ্বৈত্য সূত্রধরের ছেলে। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২/৩দিন পূর্বে পশ্চিম পাগলা ইউপি সদস্য রনজিৎ সূত্রধর তার ব্যক্তিগত ফেইস বুক আইডিতে নির্মাণাধীন কালভার্টের বালু পাথর ও রড উঠে যাচ্ছে বলে মন্তব্য করায় ইউপি সদস্য রনজিৎ সূত্রধরকে ফেইস বুক আইডিতে দেয়া মন্তব্য মুছে ফেলতে হুমকি দেন। বিষয়টি ফেইসবুক আইডি থেকে মুছে না ফেলায় মঙ্গলবার বিকাল ৪টায়  মোটর সাইকেল যোগে পাগলা বাজারস্থ কান্দিগাঁও মসজিদের সামনে আসামাত্রই সংঘবদ্ধ একটি প্রভাবশালী মহলের নির্দেশে  ৩০/৩৫ জনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউপি সদস্য রনজিৎ সূত্রধরের উপর হামলা চালায়।এ সময় ইউপি সদস্য রনজিৎ সূত্রধর প্রাণে বাঁচার জন্য পাশর্^বর্তী কান্দিগাঁও জামে মসজিদে আশ্রয় নিলে মসজিদে প্রবেশ করেও থাকে মারপিট করে আহত করে গুরুতর আহত করে। উক্ত মারপিটের ঘটনায় আশপাশ হতে লোকজন এগিয়ে এসে ইউপি সদস্যকে উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইউপি সদস্যের অবস্থা আশংকাজনক।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মারপিটের ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।