সিলেট সুরমা ডেস্ক : কানাইঘাটে মতই হত্যা মামলার পলাতক আসামী বাবুলকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার ২নং ইউপির বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র। রবিবার গভীর রাতে কানাইঘাট থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোহাম্মদ নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকার কুটিরপুর নামক স্থানে অভিযান চালিয়ে আব্দুল মতিন (মতই) হত্যা মামলার পলাতক আসামী বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হন। উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর গ্রাম্য বিরোধের জের ধরে বড়বন্দ ৩য় খন্ডে করুণা দিঘীড় পাড়ে আনফর আলী গংদের হাতে নির্মম ভাবে খুন হন আব্দুল মতিন (মতই)। এ হত্যা মামলার অন্যতম আসামী বাবুলকে গতকাল গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপরে কানাইঘাট থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মোহাম্মদ নুনু মিয়া জানান, অপরাধী যেখানেই আত্মগোপন করুক না কেন পুলিশের হাত থেকে রেহাই পাবে না। আমরা গভীর রাতে পাহাড়ী দুর্গম এলাকায় দীর্ঘ ৬ কিঃমিঃ পায়ে হেটে তাকে গ্রেফতার করেছি।