• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুবিধাজনক পর্যায়ে নতুন ভ্যাট হার নির্ধারণ করা হবে : অর্থমন্ত্রী

sylhetsurma.com
প্রকাশিত মে ১১, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, আগামী অর্থবছরের ব্যবসায়ীদের গ্রহণযোগ্য পর্যায়ে ভ্যাটের হার নির্ধারণে নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) সংশোধিত হবে।
১০ মে এখানে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ভ্যাট অনলাইন প্রকল্পের ‘হেল্প ডেস্ক’ উদ্বোধনকালে অর্থমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সুবিধাজনক ভ্যাটের হার নির্ধারণে মূল্য সংযোজন কর কিছু অংশ এবং সম্পূরক শুল্ক আইন-২০১২ সংশোধিত হবে। তিনি বলেন, আসছে বাজেটে ভ্যাট আইনের ব্যাপারে বিস্তারিত গুরুত্ব দেয়া হবে। এনবিআর ইতোমধ্যে মূল সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন-২০১২ কার্যকর করার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে, তবে ব্যবসায়ীদের একটি অংশ ১৫ শতাংশ ফ্ল্যাট ভ্যাটের বিরোধিতা করেছে, তাদের দাবি এতে পণ্য ও সেবার ব্যয় বাড়বে।