সিলেট সুরমা ডেস্ক : সিলেটের বিমানবন্দর এলাকার একটি ছাত্রাবাস থেকে আটক হওয়া ১০ শিবির কর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার (৬ মে) সকালে তাদের আদালতে উপস্থাপন করা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়া হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে নাজির আহমেদ মারুফ (১৯), নাহিদ মাহমুদ (২০), জহুরুল ইসলাম (২০), নুরনবী (১৯), ইউছুফ আলী (২০), শরিফুল ইসলাম (২০), আব্দুল মমিন (২২), মহরম হোসেন (২০), মাহমুদুল হাসান (১৯) ও আহনাফ মোসাদ্দির (২০)। পুলিশ জানায়, ১০-১৫ জন শিবির কর্মী অভিযানের খবর পেয়েই পালিয়ে যায়। হোস্টেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ইসলামী ছাত্র শিবিরের সংবিধান এবং ছাত্র শিবিরের সিলেট জেলা কমিটির লিস্ট, শিবির কর্মীদের রুটিন কার্ড ও ডায়েরী এবং বিভিন্ন নামের ২৫টি বিতর্কিত ম্যাগাজিন সহ বেশ কিছু ইসলামী বই জব্দ করা হয়। সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এ মামলা রুজু করা হয়েছে। আটককৃদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইস.টি) এর ছাত্র গিয়াস উদ্দিন বাদি হয়ে আটককৃত ১০ শিবির কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, শুক্রবার (৫ মে) বেলা ২টার দিকে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইস.টি) নামের একটি হোস্টেলে অভিযান চালিয়ে সরকার বিরোধী সভা ও বিভিন্ন সরকার বিরোধী কার্ড, স্টিকার ও বিতর্কিত ম্যাগাজিনসহ ১০ শিবির নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।