সিলেট সুরমা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি গুম, খুনের বিচার আন্তর্জাতিক ভাবে করা হবে। আন্তর্জাতিক জুরিবোর্ড করে এই বিচার পরিচালনা হবে। যতদিন সময় লাগে ততদিন সময় নিয়েই এই বিচার করা হবে। সারা বিশ্ব দেখবে একটি পরিচ্ছন্য বিচার কাজ। এই বিচারের মাধ্যমে একটি উদাহরণ সৃষ্টি হবে গুম করে সরকার রক্ষা পায়না ও টিকে থাকতে পারে না।
তিনি আরো বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এসব গুম খুনের বিচার করা হবেই। গত এক বছরে বিএনপির ৫শ নেতা কর্মীকে গুম খুন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা ও মহানগর শাখার কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। কর্মী সমাবেশে উপস্থিত ছিলেনজাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহমিনা রুশদীর লোনা, এম এ হক, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।