• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

৫দিন ধরে যুবক নিখোঁজ

sylhetsurma.com
প্রকাশিত মে ৬, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের ওসমানীনগরে আব্দুল কাইয়ুম (৩৫) নামের এক ব্যক্তি গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সাদীপুর ইউপির সাদীপুর গ্রামের মৃত কাচাই উল্যার ছেলে। গত সোমবার বাড়ি থেকে গোয়ালাবাজারের উদ্দেশ্যে বের হবার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এব্যাপারে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন তার স্ত্রী জোৎস্না বেগম। সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, গত সোমবার (১মে) বিকেলে গোয়ালাবাজারের উদ্দেশ্যে বাড়িতে থেকে বেড়িয়ে আসার পর আর বাড়ি ফিরেননি কাইয়ুম।  সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এমনকি তার সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।