• ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে প্রতিমায় পা রেখে ফেসবুকে ছবি পোস্ট : ১ জন গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত মে ৬, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলায় শ্যামা কালীর প্রতিমার ওপর পা রেখে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করার ঘটনায় দায়েরকৃত মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রতিমা অবমাননা করে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট দেয়া হয়। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ৩ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলা (নং-৩) দায়ের করেন চন্দ্রগ্রাম গ্রামের সুমন নাথ। মামলার আসামিরা হলেন, উপজেলার কুমারপাড়া গ্রামের আকিবুর রহমান আকুল (২৩), ফয়সল আহমদ (২২) ও জুবের খান (২১)। আসামিদের মধ্যে ফয়সল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, বুধবার সন্ধ্যায় প্রধান অভিযুক্ত আকিবুর রহমান আকুল তার সহযোগীদের নিয়ে মদনপুর দুর্গা মন্দির প্রাঙ্গণ এলাকায় রাখা শ্যামা কালীর প্রতিমার ওপর পা রেখে ছবি তুলে তা নিজের ফেসবুকে আইডিতে পোস্ট করেন। এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মামলা করেন সুমন নাথ। ওই মামলার প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্তসহ আরও একজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ ঘটনায় একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।