• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সমাজের ভাল কাজের মানুষকে মূল্যায়ন করতে হবে : এড. মিছবাহ উদ্দিন সিরাজ

sylhetsurma.com
প্রকাশিত মে ২, ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সমাজের ভাল কাজের মানুষকে মূল্যায়ন করতে হবে। আব্দুস সামাদের মত সুযোগ্য মায়ের সুযোগ্য সন্তান যেভাবে তরুন বয়সে নিজেকে এই সমাজসেবার কাজে নিয়োজিত করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। তিনি তার মা বাবার নামে জাহানারা তৈমুছ ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করে সমাজের দুঃখী মানুষের সেবা করছেন তার এই কাজ দেখে সমাজের তরুনরা উদ্বুদ্ধ হবে। তিনি আরো বলেন, আব্দুস সামাদের মত ছেলে আমাদের গর্ব। এরকম ছেলে প্রত্যেকের ঘরে ঘরে যেন হয়। তিনি গত সোমবার দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহরে জাহানারা তৈমুছ ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে ও অরুণোদয় যুব সংঘ, গোপশহরের সহযোগীতায় ফ্রি সুন্নাতে খৎনা ক্যাম্প ২০১৭ইং এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ঐ অনুষ্ঠানে প্রায় শতাধিক গরিব ছেলেদের সুন্নাতে খৎনা দেওয়া হয়। সংগঠনের সভাপতি কিবরিয়া খান নাসেরের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ আব্দুল মুমিত খান ছামিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মখন মিয়া, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ হারুন অর-রশিদ, সিলেট জজ কোর্টের এপিপি এড. মোস্তফা শাহিন চৌধুরী, জাহানারা তৈমুছ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ আব্দুস সামাদ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, এড. শাহিনুল ইসলাম, সমাজসেবী ও শিক্ষানুরাগী মিসেস ফারমিছ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য আব্বাস আলী খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শফিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাগিব-রাবেয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ সারো, সিলেট জজ কোর্টের এপিপি আব্দুর রহমান সেলিম, এলাকার বিশিষ্ট মুরব্বি জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তজম্মুল ইসলাম, শামীম আহমদ, সাইস্তা খান, একরাম খান, সাখাওয়াত খান, গ্রামের মুরব্বি ছয়ফুল খান, সংগঠনের সাধারণ সম্পাদক মিছবাহ আহমদ, তছলিম খান, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ মাছুম, সংগঠনের অর্থ সম্পাদক সুজাদ খান, শাওন, ছায়েফ, হাদি, সাফি, বরাত, ছালেখ, রাহাত, আলমগীর, ফুয়াদ, ছায়েম, সানুর, আব্দুর রহিম, মঞ্জুর, সালমান, রুম্মান, রকিব, হোসাইন, সাকিব, হাবিব, পারভেজ, মিজান, জুনায়েল, এনাম খান, নাইম, সিরাজুল মুবিন প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।