সিলেট সুরমা ডেস্ক : গোলান মালভূমির কাছে সরকার সমর্থক সিরীয় বাহিনীর একটি শিবিরে ইসরাইলী হামলায় রোববার তিন যোদ্ধা নিহত ও অপর দু’জন আহত হয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা একথা জানান।
তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কুনেইত্রার কাছে আল-ফাওয়ার শিবিরে এ হামলা চালানো হয়েছে। এতে দুই যোদ্ধা আহতও হয়েছে।
আরো বলা হয়, বিমান হামলা না গোলা বর্ষণ করা হয়েছিল তা এখনো জানা যায়নি।