• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে ৩ নারী পাচারকারী আটক, ১ নারী উদ্ধার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২২, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে নারী পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৯। এসময় পাচারের উদ্দেশে নিয়ে আসা এক নারীকে উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে পাচারকারীদের আটক করা হয়।
আটকৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসুল্লা গ্রামের মৃত গাবরু মিয়ার ছেলে মো. আব্দুল হান্নান, একই থানার ওসামনপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. আব্দুল সালাম ও নিশ্চিন্তপুর গ্রামের মৃত মেন্দির ছেলে মো. সৈয়দ আলী।
র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলমের নেতৃতে ¡ ও অফিসার এডি জে.এম ইমরানের সহযোগিতায় জেলার চুনারুঘাট থানায় অভিযান চালায়। অভিযানে ওসমানপুরের আব্দুল সালামের বাড়ি থেকে এক নারীকে উদ্ধার ও পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
আটককৃত পাচারকারী ও উদ্ধার হওয়া নারীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে পাচারকারীরা র‌্যাবকে জানায়, ভাল চাকুরী ও বিয়ের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলায় তারা নারীদের পাচার করার কার্যক্রম চালাচ্ছে।