• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বেহালদশা !

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২১, ২০১৭

সিলেট সুরমা ডেস্ক : দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং। তবে সড়কের কারণে দূর্ভোগ পোহাতে হয় জাফলংগামী পর্যটকদের। সিলেট-তামাবিল মহাসড়কের বেশির ভাগ রাস্তাই এখন খানাখন্দে ভরপুর।
গত ৫ বছরেরও অধিক সময় ধরে বেহাল দশায় থাকা সড়কগুলো সংস্কারের অভাবে দিন দিন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ পাঁচ বছরের পরও এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ফলে একটু বৃষ্টি হলেই রাস্তাঘাটে জমে থাকা কাঁদা পানিতে মিশে একাকার হয়ে থাকে। এতে নিয়মিত দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনসাধারণসহ আগত পর্যটকদের। রাস্তার মাঝে ছোট-বড় গর্ত থাকার কারণে আটকা পড়ছে যানবাহন। ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন যায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের।
বগুড়া থেকে ঘুরতে আসা সুমন আহমেদ জানান, জাফলংয়ের সড়কের অবস্থা খুবই নাজুক। এমন অবস্থা জানলে এখানে আসতাম না।
সিলেটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সনান্ত জানান, মামার বাজার থেকে বল্লাঘাট পর্যন্ত রাস্তাগুলো আমাদের আওতায় না। রাস্তাগুলো আমাদের আওতায় দেওয়ার জন্য আমরা উর্দ্বতন কতৃপক্ষকে প্রস্তাব দিয়েছি। আশাকরি আগামী বছর আমরা এগুলোর কাজ করতে পারবো।