• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

sylhetsurma.com
প্রকাশিত এপ্রিল ২০, ২০১৭

 সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকার ভাড়াটিয়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কাশেম এবং এএসআই মাহবুবুল আলম একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি হবিগঞ্জ সদর উপজেলার গ্রামের উচাইল গ্রামের বাহার উদ্দিন উরফে বাহার ডাকাত (৩৫) কে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, বাহার ডাকাত দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ৮-৯ টি ডাকাতি এবং অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।